ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রিফান্ডের প্রতিশ্রুতি ১২ লাখ পেলেন মাত্র ১১ টাকা!

প্রকাশিত: ১৩:১৫, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২১, ১৬ মার্চ ২০২৫

রিফান্ডের প্রতিশ্রুতি ১২ লাখ পেলেন মাত্র ১১ টাকা!

ছবি: সংগৃহীত।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন ২০২৫ সালের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধের শর্তে জামিন পেয়েছিলেন। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে, নাজমুল হক উজ্জ্বল নামে এক গ্রাহক ২০১২ সালে ইভ্যালিতে বিভিন্ন পণ্য অর্ডার করেছিলেন। কিন্তু তার পুরো টাকাই আটকে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর রিফান্ডের নামে তার বিকাশ অ্যাকাউন্টে মাত্র ১১ টাকা জমা হয়। কিছুদিন পর আসে ২৬ টাকা।

এমন পরিস্থিতির শিকার আরও অনেক গ্রাহক রয়েছেন। কেউ পেয়েছেন ৫৫ টাকা, কেউ ৭০, আবার কেউ ৬০ টাকা করে রিফান্ড। প্রতারিত গ্রাহকের সংখ্যা কয়েক লাখ বলে ধারণা করা হচ্ছে।

প্রথমদিকে ধৈর্য ধরলেও এখন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। জামিন পাওয়ার পর রাসেল লাইভে এসে দুই বছরের মধ্যে সব দেনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখনো এর বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

সূত্র: https://www.youtube.com/watch?v=5xVvDk32Jz8

সায়মা ইসলাম

×