ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দুই ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:২০, ১৩ মার্চ ২০২৫

দুই ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ছবিঃ সংগৃহীত

বেসরকারি খাতের দুই ব্যাংক এনআরবি ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে উভয় ব্যাংকে সাতজন করে পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি উভয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিকট পাঠানো হয়েছে।

 এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান আলী হোসেন: 

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাত জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মো. আলী হোসেন প্রধানিয়া-কে চেয়ারম্যান করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে পর্ষদ বাতিল এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ব্যাংকের পরিচালককে। নতুন পর্ষদের প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। 

এনআরবিসি ব্যাংকের অন্য স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ এমদান উল্লাহ।

 এনআরবি ব্যাংকের বোর্ড গঠন হলেও নিয়োগ হয়নি চেয়ারম্যান: 

এনআরবি ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে একজন পরিচালকসহ ৬ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ পর্ষদই ব্যাংকটি পরিচালনা করবে। তবে নতুন পর্ষদে চেয়ারম্যান নির্ধারণ করে দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে পর্ষদ সদস্যরাই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। চিঠিতে পর্ষদ বাতিল এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালককে। জানা গেছে,  নতুন পর্ষদের প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। 

এনআরবি ব্যাংকের নতুন পরিচালক হলেন ইকবাল আহমেদ ওবিই (উদ্যোক্তা শেয়ারহোল্ডার)। আর নতুন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান।

রিফাত

×