ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ই-পিএমআইএসে যুক্ত হতে প্রকল্প পরিচালকদের অনীহা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:১৩, ১০ মার্চ ২০২৫

ই-পিএমআইএসে যুক্ত হতে প্রকল্প পরিচালকদের অনীহা

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনায় ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-পিএমআইএস) ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু এমন নির্দেশনা পরও গত ৮ মাসে ৭০ শতাংশেরও বেশি প্রকল্প এখনো ই-পিএমআইএসে যুক্ত হয়নি। এক্ষেত্রে প্রকল্প পরিচালকদের অনীহাকেই প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনার জন্য ই-পিএমআইএস ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা জারির পর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এডিপিভুক্ত চলমান ১ হাজার ৩৪৩ প্রকল্পের মধ্যে ১ হাজার ২৯৫টি ই-পিএমআইএস সফটওয়্যারে তালিকাভুক্ত হতে নিবন্ধন করে। কিন্তু গত জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা এসব প্রকল্পের মধ্যে মাত্র ৩৯৯টি বা ২৯ দশমিক ৭১ শতাংশ প্রকল্প মাসিক অগ্রগতি বিষয়ক হালনাগাদ তথ্য সফটওয়্যারে এন্ট্রি করেছে। এখনো ৯৪৪টি বা ৭০ দশমিক ২৯ শতাংশ প্রকল্প সিস্টেমে এন্ট্রি করেনি, এমনকি ৪৮টি প্রকল্প তালিকাভুক্ত হতে রেজিস্ট্রেশনও করেনি। এ বিষয়ে গত ২৩ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের একটি চিঠি থেকে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ই-পিএমআইএস প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।  প্রকল্প পরিচালকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের তথ্য আপলোড করতে হবে এবং মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে। আইএমইডি’র ওই চিঠিতে আরও বলা হয়, যথাযথভাবে প্রকল্পের তথ্য সংরক্ষণ ও পরিবীক্ষণের জন্য ই-পিএমআইএস একটি গুরুত্বপূর্ণ টুল, যা প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এডিপিভুক্ত এসব প্রকল্পের মাসিক প্রতিবেদন ই-পিএমআইএস প্ল্যাটফর্মে আপলোড নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়গুলোর কাছে পাঠাতে হবে।]

×