
ব্র্যাক ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান
ব্র্যাক ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নারীরা খুঁজে পান তাদের অপার সম্ভাবনা বিকাশের দুর্বার এক মঞ্চ। এটি কেবল একটি ব্যাংকিং প্রতিষ্ঠানই নয়; বরং এটি এমন একটি ক্ষেত্র, যেখানে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের শিখরে পৌঁছতে নারীদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করা হয়।
জেন্ডার-সমতা, নেতৃত্বের বিকাশ এবং সহকর্মীদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক প্রচলিত সীমাবদ্ধতাগুলো ভেঙে নারীদের জন্য ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করছে। ভবিষ্যতের ব্যাংকিংকে নতুন রূপ দিতে এবং এই খাতে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর করে এখানে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে নারীদের উৎসাহ দিয়ে যাচ্ছে ব্র্যাক ব্যাংক।
নারীদের ক্যারিয়ার অগ্রগতিতে সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নেতৃত্বের বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে ব্যাংকটি নারীদের এমনভাবে গড়ে তুলছে, যাতে নারীরা ব্যাংকিং ও আর্থিকখাতে নিজেদের উচ্চপদে আসীন করার পাশাপাশি আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারেন।
জেন্ডার-ইক্লুশনের বেঞ্চমার্ক হিসেবে দেশে ব্র্যাক ব্যাংকই সর্বপ্রথম কেবল নারীদের দ্বারা পরিচালিত ব্রাঞ্চ চালু করেছে, যেখানে নারী ব্যাংক কর্মীরা গ্রাহকসেবা থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বপর্যন্ত প্রতিটি স্তরের কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্যোগ নারীদের প্রতি ব্যাংকের আস্থার প্রতিফলন এবং জেন্ডার-বৈচিত্র্য বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণের নিদর্শন।
এছাড়াও, ব্যাংকটি শুধু নারীদের নিয়ে একটি সেলস টিম গঠন করেছে, যারা নারী এসএমই উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা দিয়ে থাকেন। এই টিমে বর্তমানে ২৬ জন নারী রয়েছেন এবং ব্যাংকটির লক্ষ্য হলো এই সংখ্যাটি ৫০০-তে নিয়ে যাওয়া। এমন উদ্যোগ প্রচলিত ধারা ভেঙে দিয়ে সেলস ফোর্সে নারীদের সামনের কাতারে নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানের নারী সহকর্মীদের জন্য ব্র্যাক ব্যাংক ২০১৬ সালে চালু করে ‘তারা ফোরাম’, যা বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতে নারী ব্যাংকারদের সবচেয়ে বড় নেটওয়ার্ক। ‘তারা ফোরাম’ নারীদের বিভিন্ন পরামর্শ, ক্যারিয়ার নির্দেশনা এবং কর্মক্ষেত্রে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করার দিকনির্দেশনা দিয়ে সহায়তার করার পাশাপাশি পেশাদার জীবনে এগিয়ে যেতেও সহায়তা করে থাকে।