ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানি জাহাজ থেকে চাল খালাস শুরু চট্টগ্রাম বন্দরে

প্রকাশিত: ১৭:১২, ৬ মার্চ ২০২৫

পাকিস্তানি জাহাজ থেকে চাল খালাস শুরু চট্টগ্রাম বন্দরে

ছ‌বি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে আসা পাকিস্তানের পতাকাবাহী জাহাজ এমভি সিবি থেকে চাল খালাসের কাজ শুরু হয়েছে। পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ে। বেসরকারিভাবে পাকিস্তান থেকে আসলেও গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি।

পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তানের পতাকাবাহী জাহাজ এমভি সিবি গত বুধবার বিকেলে ভেড়ে চট্টগ্রাম বন্দরের জেটি, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এক এ। নমুনা পরীক্ষা ও যাবতীয় পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চাল খালাস কার্যক্রম। খালাস কার্যক্রম পরিদর্শনে আসেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এসময় সাংবাদিকদের তিনি জানান দেশের খাদ্য নিরাপত্তায় বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। পাকিস্তান থেকেও জি টু জি চুক্তির আওতায় ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ূন কবীর বলেন, "পাকিস্তানে ভালো চাল উৎপাদন হয়, ভালো একটা সোর্স চালের। এজন্য আমরা বিকল্প সোর্স যত থাকে ক্রেতা হিসেবে আমাদের তত সুবিধা হয়। এজন্য আমরা বিকল্প সোর্স হিসেবে প্রথমবারের মতো আমরা পাকিস্তান থেকে চাল আমদানি করেছি।"

জি টু জি চুক্তির আওতায় মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে ৭৫০০০০ মেট্রিক টন চাল আমদানি হবে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে এর মধ্যে দেশে ৩২০০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

আবীর

×