ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

দেশের তৈরি পোশাক মালিকদের স্বপ্ন দেখাচ্ছে ট্রাম্পের বাণিজ্য নীতি

প্রকাশিত: ১৫:২৮, ৫ মার্চ ২০২৫

দেশের তৈরি পোশাক মালিকদের স্বপ্ন দেখাচ্ছে ট্রাম্পের বাণিজ্য নীতি

ছ‌বি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ পোশাক রপ্তানিতে ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে ঢুকতে হয় বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে।

২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৭.২ বিলিয়ন ডলার। এটি একক কোন দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১৯ শতাংশ মার্কিন বাজারে হওয়ায় তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ববাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে।

বিকেএম এর সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। তিনি বলেন, "ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে প্রবেশ করছে বাংলাদেশ। অর্থাৎ ১৬.৫%। যেখানে ইন্ডিয়ার ৬.৫% এবং ভিয়েতনামের ৫.৫। তো বাংলাদেশ সেখানে ১৬.৫% দিয়েই কিন্তু কম্পিট করছে। এখন যখন চায়নাসহ অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প এটা বাংলাদেশের জন্য সুযোগ।"

আবীর

×