ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রকে বিশ্বের “ক্রিপ্টো-ক্যাপিটাল” বানানোর পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের!

প্রকাশিত: ১৯:১৪, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৬, ৩ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রকে বিশ্বের “ক্রিপ্টো-ক্যাপিটাল” বানানোর পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচটি ক্রিপ্টোকারেন্সির নাম প্রকাশ করেছেন, যা তিনি নতুন একটি রিজার্ভে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন। এটির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে "বিশ্বের ক্রিপ্টো ক্যাপিটাল" বানানো হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি যে পাঁচটি ক্রিপ্টোকারেন্সির নাম উল্লেখ করেছেন তা হলো - বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা এবং কার্ডানো। নাম ঘোষণা হওয়ার পর থেকে উক্ত কারেন্সিগুলোর বাজারমূল্য লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্রিপ্টো কারেন্সি জালিয়াতি ও অর্থ পাচারের কারণে উদ্বিগ্ন হয়ে ক্রিপ্টো কারেন্সিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টো কমিউনিটির মনযোগ বিশেষভাবে আকর্ষণ করেন। যদিও নতুন ঘোষণা দেওয়া সিদ্ধান্তটি কিভাবে বাস্তবায়িত হবে তা সম্বন্ধে এখনও কোনো পরিষ্কার বার্তা দেয়নি ট্রাম্প সরকার। তবে আগামী শুক্রবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ক্রিপ্টো সামিট হোস্ট করবেন, তখন কিছু তথ্য দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ট্রাম্প।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি একটি নির্দেশে সই করেছেন যেটি XRP, SOL এবং ADA সহ ক্রিপ্টো কৌশলগত রিজার্ভের কাজ এগিয়ে নিতে “প্রেসিডেনশিয়াল ওয়ার্কিং গ্রুপ”-কে নির্দেশ দিয়েছে।

তিনি আরো বলেন, "এবং, স্পষ্টতই, BTC, ETH এবং অন্যান্য মূল্যবান ক্রিপ্টোকারেন্সি, রিজার্ভের কেন্দ্রস্থলে থাকবে।"

XRP, SOL এবং ADA এর মূল্য রবিবার পর্যন্ত ৬২% পর্যন্ত বেড়ে গিয়েছিল এবং BTC ও ETH ১০% এর বেশি বেড়েছিল।

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন।এই আদেশের মূল উদ্দেশ্য ছিলো একটি প্রেসিডেনশিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠন করা, যার কাজ হবে নতুন ক্রিপ্টো আইন ও নিয়ম প্রস্তাব করা।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ক্রিপ্টোকারেন্সির প্রতি সমালোচক ছিলেন, ২০২১ সালে ফক্স নিউজকে তিনি বলেছিলেন যে বিটকয়েন একটি "প্রতারণা"।

সুত্র: https://www.bbc.com/news/articles/cn0jgggd7r4o

রাকিবুল

×