ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রোজায় মানুষকে স্বস্তি দিতে বেশ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

প্রকাশিত: ১৭:২৫, ৩ মার্চ ২০২৫

রোজায় মানুষকে স্বস্তি দিতে বেশ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

ছবি: সংগৃহীত

রমজানে বাজার স্থিতিশীল রাখতে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের উপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

তালিকায় থাকা পণ্যেগুলো হচ্ছে সরিষা তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা ইত্যাদি। এসব পণ্যের উৎপাদন পর‌্যায়ে এবয় কিছু পণ্যের ব্যবসায়িক পর‌্যায়ে এই ছাড় দেয়া হয়েছে। 

রোববার এনবিআর এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী সরিষা তেল উৎপাদন পর‌্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। এছাড়া দেশীয় উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়িক পর‌্যায়ে ভ্যাট ছাড় দেয়া হয়েছে সেগুলো হলো বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুড়ো মরিচ, ধনে, হলুদ, আদা, গ্যাসসহ কিছু কিছু পণ্যে।

শর্তসাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসে ব্যবসায়িক পর‌্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয় যাতে তারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে। তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবেন না। এসব পণ্যে ভ্যাট সুবিধা অব্যাহতি পেতে কিছু বিধি-বিধান মানতে হবে। যেমন- ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরণের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ণ দাখিল ইত্যাদি।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=2QpvBxnvpPU

শিহাব

×