ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রমজা‌নের দ্বিতীয় দি‌নে ২৩০ শেয়ারের দরপতনে লেনদেন আরও কমলো

অর্থনৈ‌তিক রিপোর্টার ।।‌  

প্রকাশিত: ১৪:৫৬, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৫৯, ৩ মার্চ ২০২৫

রমজা‌নের দ্বিতীয় দি‌নে ২৩০ শেয়ারের দরপতনে লেনদেন আরও কমলো

রমজা‌নের  দ্বিতীয় দি‌নে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ২৩০ শেয়ারের দরপতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪২১ কোটি ৯৫ লাখ ১০ হজার টাকা।

আফরোজা

×