ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

নবায়নযোগ্য শক্তির পথে ছুটি রিসোর্টের আরও এক ধাপ অগ্রগতি

প্রকাশিত: ১০:৪৪, ১ মার্চ ২০২৫

নবায়নযোগ্য শক্তির পথে ছুটি রিসোর্টের আরও এক ধাপ অগ্রগতি

ছবি: দৈনিক জনকণ্ঠ

দেশে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। কলকারখানা ও শিল্প বিকাশের সাথে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। এই দূষণ রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও, এখনো অনেক ক্ষেত্রেই ঘাটতি রয়ে গেছে। ২০১২ সাল থেকে ছুটি রিসোর্ট পরিবেশবান্ধব ট্যুরিজমকে উৎসাহিত করতে এবং প্রকৃতির সুরক্ষায় অবদান রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ছুটি রিসোর্ট এবং এনার্জিয়া সল্যুশনস এর মধ্যে একটি দীর্ঘ মেয়াদি চুক্তি সাক্ষরিত হয়েছে।  এই চুক্তির মাধ্যমে ছুটি রিসোর্ট তার পূর্বাচল প্রকল্পে স্থাপন করেছে  ৫৬ KWP ক্ষমতাসম্পন্ন সোলার প্রকল্প, যা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই পরিবেশবান্ধব সোলার প্রকল্পের। এতে বিদ্যুৎ খরচ কমবে প্রায় ৩০ শতাংশ। প্রতি বছর কার্বন নিঃসরণ কমবে ৪৯ মেট্রিক টন এবং জ্বালানি রক্ষা পাবে প্রায় ৫১৩৪ গ্যালন।  


২০৩০ সালের মধ্যে শতভাগ সৌর বিদ্যুৎ নির্ভর হওয়া পরিকল্পনায় এগোচ্ছে ছুটি রিসোর্ট পূর্বাচল। দেশের অন্যান্য ট্যুরিজম এবং হসপিটালিটি প্রতিষ্ঠান ও যদি এমন উদ্যোগ নিতে শুরু করে তাহলে বায়ু দূষণ কমবে, পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং টেকসই ট্যুরিজমের বিকাশ ত্বরান্বিত হবে।

আধুনিকতার ছোঁয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার
নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছুটি রিসোর্ট পূর্বাচল শুধু একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র নয়, বরং এটি অতিথিদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে বদ্ধপরিকর। আধুনিক সব সুবিধাসম্পন্ন এই রিসোর্টে রয়েছে ২২টি অত্যাধুনিক রুম, সুবিশাল সুইমিং পুল, দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, মনোরম নৌকা ভ্রমণের ব্যবস্থা, শিশুদের জন্য বিশেষ খেলার স্থান এবং আরও নানা সুবিধা, যা পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে উপভোগের উপযুক্ত স্থান করে তুলেছে। এখানে গ্রুপ ডে লং, ফ্যামিলি ডে লং, কাপল ডে লং ও নাইট স্টে, কর্পোরেট ইভেন্ট, সেমিনার, জন্মদিন, বিয়ে ও বিশেষ দিবস উদ্‌যাপনের জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, রয়েছে ২০০ কার পার্কিং সুবিধা। 

এছাড়াও, নির্মাণাধীন ছুটি হারমনি হোটেলে বিনিয়োগের সুযোগ রয়েছে, যেখানে প্রতিটি শেয়ার ক্রয়ে থাকছে বিভিন্ন সুবিধা—যেমন ছুটি রিসোর্টে ফ্রি থাকা, বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা লাভসহ আরও নানা আকর্ষণীয় সুবিধা।

পর্যটন শিল্পের এই টেকসই অভিযাত্রায় আপনিও হতে পারেন ছুটি রিসোর্ট পূর্বাচলের স্বপ্নসারথী ও অংশীদার। নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব ট্যুরিজমের অগ্রযাত্রায় ছুটি রিসোর্ট পূর্বাচলের সঙ্গে থাকুন, প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করুন আপনার ছুটির দিন ও অবকাশ।

শিহাব

×