ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিলেন গভর্নর

প্রকাশিত: ২৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিলেন গভর্নর

ছবি: সংগৃহীত

“ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না। বাংলাদেশে এটা আমরা করতে দেবো না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে। এক্ষেত্রে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে, ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই। সরকারের পক্ষ থেকে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি,” সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে ব্যাংক খাতের বিভিন্ন তথ্য দেন।

তিনি বলেন, “দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজুলিউশন করার চেষ্টা করব। এই ব্যাপারে আইনটাও (ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট) তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) পাঠিয়েও দিয়েছি। সরকার এটিকে গেজেট হিসেবে অনুমোদন দেবে।”

ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণ এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা করা হয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমকে তিনি আরও বলেন, “আমরা মনে করি ডিপোজিটরদের অন্ততপক্ষে দুই লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো। আমরা যেটা চাচ্ছি ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে বা অন্য কোনভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়ায় আমরা কাজ করছি

ছয়টি ব্যাংকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর কার্যক্রম চলছে জানিয়ে গভর্নর আরও বলেন, “আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু করব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে পারব।”

 

সূত্র : https://shorturl.at/D4nmw

রাকিব

×