ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে

সংযুক্ত আরব-আমিরাতে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের বাণিজ্য সফর

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৯:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সংযুক্ত আরব-আমিরাতে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের বাণিজ্য সফর

বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতে (ইউএই)’র মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ইউএই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষন এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ-এর নেতৃত্বে ২৯সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি, ২০২৫ সময়ে সংযুক্ত আরব আমিরাত সফর করবে। 

উক্ত সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবী চেম্বার, দুবাই চেম্বারর্স এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশগ্রহণ করবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা। 

উল্লেখ্য, বিদেশে কর্মরত বাংলাদেশীর মধ্যে ১৭% বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে এবং বর্হিবিশ্বে বাংলাদেশীদের কর্মক্ষেত্র বিবেচনায়, যা দ্বিতীয় বৃহত্তম। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে কাছাকাছি পৌঁছেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ও বিনিয়োগের পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে লক্ষ্যযুক্ত কর ছাড়, ১০০% বিদেশী মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বিভিন্ন দেশের সাথে ডাবল ট্যাক্সেশন চুক্তি বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। 

বিশেষকরে, দুবাইয়ের ভৌগোলিক কৌশলগত অবস্থানের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশাধিকারের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য একটি মূল প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য সংযুক্ত আরব-আমিরাত হতে পারে এলএনজি আমদানির অন্যতম সম্ভাবনাময় উৎস।  

ডিসিসিআই’র প্রতিনিধিদলটি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা ফিরবে।

এম শাহজাহান/ রাজু

×