ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ শীর্ষে

প্রকাশিত: ১৮:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ শীর্ষে

ছবি: সংগৃহীত

গত এক দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের মোট জিডিপি (বর্তমান মূল্য অনুযায়ী) ১১৮% বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশকে এই অঞ্চলের শীর্ষ পারফর্মারদের মধ্যে স্থান করে দিয়েছে। অর্থনৈতিক দিক থেকে ভারত, চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় শক্তিগুলোকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রুনাই, যারা ২১৭% জিডিপি বৃদ্ধির সাথে এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ভিয়েতনাম ১০১% বৃদ্ধির সাথে বাংলাদেশের ঠিক পরেই রয়েছে, যা তাদের উৎপাদন খাতে শক্তিশালী উত্থানকে প্রতিফলিত করে।

দক্ষিণ এশিয়ার বড় অর্থনীতি ভারত এবং চীন যথাক্রমে ৯১% এবং ৭৪% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও তাদের অব্যাহত অর্থনৈতিক সম্প্রসারণকে তুলে ধরে। সিঙ্গাপুর ৬৯% বৃদ্ধির মাধ্যমে নিজেকে প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আরও সুসংহত করেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন (৫৮%), ইন্দোনেশিয়া (৫৭%) এবং মালয়েশিয়া (২৮%) ধারাবাহিক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে থাইল্যান্ড তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে মাত্র ৩০% বৃদ্ধির সাথে।
দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান মাত্র ৩৮% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা দেশটির অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। মিয়ানমারের অবস্থা আরও নাজুক; দেশটির প্রবৃদ্ধি মাত্র ২%, যা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রতিফলন।

অন্যদিকে, এশিয়ার অন্যতম বড় অর্থনীতি জাপান ১৭% জিডিপি হ্রাসের মুখে পড়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জের প্রতিচ্ছবি।

বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রগতি শুধু আঞ্চলিক শক্তি হিসেবেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও দেশের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। সামনের বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

আবীর

×