ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

দুর্বল ব্যাংক পুনরুদ্ধারে ধাপে ধাপে পরিকল্পনা: গভর্নর

প্রকাশিত: ২২:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

দুর্বল ব্যাংক পুনরুদ্ধারে ধাপে ধাপে পরিকল্পনা: গভর্নর

ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোর দুরবস্থা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি একটি রোডম্যাপ অনুসরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, "একটি ব্যাংক থেকে যদি কোনো পরিবার ৮৭% ডিপোজিট নিয়ে নিয়ে থাকে, সেই ব্যাংককে বাঁচানো সম্ভব কি না, সেটি বড় প্রশ্ন। তবে আমরা ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট দাঁড় করিয়েছি এবং এটিকে বেটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। সবধরনের অপশন মাথায় রেখে ব্যাংক রেজল্যুশন বিবেচনা করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "আমাদের দেশে যেসব দুর্বল ব্যাংক রয়েছে, আমরা চাই সেগুলোকে ডিপোজিটরের শতভাগ ইন্টারেস্ট প্রোটেক্ট করে রিক্যাপিটালাইজ করতে। এটি সহসা সম্ভব নয়, ধীরে ধীরে করতে হবে। এমনকি পাঁচ বছরও লেগে যেতে পারে।"

গভর্নর উদাহরণ দিয়ে বলেন, "যে প্রক্রিয়ায় সিটি ব্যাংক এবং ইবিএল উঠে এসেছে, সেই প্রক্রিয়ায় ধীরে ধীরে এই দুর্বল ব্যাংকগুলোকেও শক্তিশালী করা হবে। আমি এক বছরে দুই লক্ষ কোটি টাকা দিতে পারব না, আমাকে ধাপে ধাপে ক্যাপিটালাইজ করতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়িয়ে, প্রফিট বের করে, ক্রেডিট পাওয়ার পর আমাদের শক্তিশালী হতে হবে।"

আসিফ

×