ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বের কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের, তবুও কেন ঋণের ফাঁদে?

প্রকাশিত: ১৮:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা বাংলাদেশের, তবুও কেন ঋণের ফাঁদে?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা থাকলেও সেই অর্থ পরিশোধ না করে উল্টো ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণের ফাঁদে ফেলছে উন্নত দেশগুলো।

আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলন উপলক্ষে প্রকাশিত ‘হু ওজ হু’ প্রতিবেদনটি জানায়, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ ঋণের ফাঁদে পড়েছে এবং এসব দেশ ধনী দেশগুলোর কাছে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ বাবদ ধনী দেশগুলোর দেনা ১০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় ৭০ গুণ বেশি।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, "ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তি জরুরি।"

সূত্র : https://www.bvnews24.com/economy/news/172122

আসিফ

×