
শেয়ার কারসাজি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এনআরবিসি ব্যাংক পিএলসির শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে মোট ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কোম্পানি দুটির মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার নিয়ে নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে সমবায় অধিদপ্তরে উপ-নিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরু কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন। এভাবে কোম্পানি দুইটির শেয়ার অস্বাভাবিক দাম বাড়িয়ে তারা কোটি কোটি টাকা মুনাফা হাতিয়ে নিয়েছেন।
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার কারসাজি করে দাম বাড়ানো হয়।
ওই একই বছরের ৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময়ে এনআরবিসি ব্যাংকের শেয়ারের দাম বাড়ানোর জন্য কারসাজির আশ্রয় নেওয়া হয়। ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার কারসাজিতে জড়িতরা আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেডে বিও হিসাব পরিচালনা করতেন।
আর এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজিতে জড়িতরা অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিও হিসাব পরিচালনা করতেন।