ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

নতুন নোটে থাকছে না শেখ মুজিবের ছবি, আসছে নতুন ডিজাইন

প্রকাশিত: ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

নতুন নোটে থাকছে না শেখ মুজিবের ছবি, আসছে নতুন ডিজাইন

ছবি -সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুনভাবে ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। আগামী এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় নতুন এই নোট বাজারে আসতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

‘নতুন নোটে পরিবর্তন আসছে’

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান জানান, “বর্তমান গভর্নরের স্বাক্ষরে নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। আমরা আশা করছি, এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে এগুলো ছাড়া হবে।”

তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। যেহেতু এসব নোট আগেই ছাপানো হয়েছে, তাই এগুলোতে বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবের ছবি থাকবে।

‘অর্থের অপচয় রোধে পরিকল্পিত সিদ্ধান্ত’

শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, “বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট মজুত রয়েছে। সেগুলো বাতিল করলে বড় অঙ্কের অর্থের অপচয় হবে। তাই নতুন ডিজাইনের নোট চালু করা হলেও তা ধাপে ধাপে বাজারে ছাড়া হবে।”

‘পরিবর্তিত হচ্ছে উচ্চমূল্যের নোটের ডিজাইন’

গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। ইতোমধ্যে নতুন নোটের নকশা নিয়ে কাজ করছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দেশের মুদ্রাব্যবস্থায় নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে যে, আগের ছাপানো নোটগুলো বাতিল না করে ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়া হবে, যাতে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

মো. মহিউদ্দিন

×