ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

দিনাজপুরে

২ কোটি ২৫ লাখ টাকা দাবী পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

২ কোটি ২৫ লাখ টাকা দাবী পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দিনাজপুরে ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১৮ ফেব্রুয়ারী ২০২৫ দিনাজপুর সদরের বিনোদন কেন্দ্র গ্র্যান্ড দাদু বাড়ী রিসোর্টে আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায়  কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের উক্ত টাকার চেক হস্তান্তর করেন। 

এসময় তিনি বলেন, আমারা ২০২৪ সালে প্রায় ২১ ' শ কোটি টাকা  বীমার প্রিমিয়াম আয় করেছি এবং দাবী পরিশোধ করেছি ১২'শ ৫ কোটি টাকা। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব।  বীমা দাবী পরিশোধকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি।
 সময়মতো দাবী পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।

ন্যাশনাল লাইফের দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন,   জনবীমা উন্নয়ন প্রধান হেলাল আহম্মেদ, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু।
সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নিলফামারী রংপুর বগুড়াসহ আরো বিভিন্ন জেলার  এরিয়ার প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ১১ 'শ কর্মী  অংশ নেন।

জাফরান

×