ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শিগগিরই আসছে বড় চালান

রমজানের আগেই স্বাভাবিক হবে তেলের সরবরাহ

প্রকাশিত: ১২:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রমজানের আগেই স্বাভাবিক হবে তেলের সরবরাহ

ছবি: সংগৃহিত

গত ডিসেম্বর মাসে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির পর থেকে বাজারে সংকট দেখা দিয়েছে। আসন্ন রমজানে এই সংকট অব্যাহত থাকবে কি না, তা নিয়ে ১৬ ফেব্রুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরবরাহকারী ও বিক্রেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু তেল সরবরাহকারী প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে।

এ প্রসঙ্গে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, ২৪ ফেব্রুয়ারি একটি বড় চালান দেশে পৌঁছাবে, ফলে ২৬ ফেব্রুয়ারির পর বাজারে সরবরাহ স্বাভাবিক হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল চাহিদার তুলনায় বেশি তেল আমদানি করছে, যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে সহজলভ্য হবে।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সতর্ক করেছেন, যদি কোনো ডিলার বা কোম্পানি ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য—যেমন চাল, আটা বা চা পাতা—কিনতে বাধ্য করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে।

ইসরাত জাহান

×