![৬ মাসে বন্ধ ১১২টি কোম্পানী, নেপথ্যে কী? ৬ মাসে বন্ধ ১১২টি কোম্পানী, নেপথ্যে কী?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ff6b39cd-7a93-4f87-8164-cc6b1d91cd52-2502151606.jpg)
ছবি: সংগৃহীত।
উচ্চ সুদের হার, ঋণপ্রবাহের ধীরগতি, কাঁচামালের ডলার সংকট, এবং উৎপাদন ব্যয়ের ক্রমবর্ধমান চাপসহ নানা সমস্যার মুখে পড়ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি, আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দুর্নীতি ও অনিয়মে জড়িত অনেক ব্যবসায়ী রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমিত ব্যবসায়িক সুযোগের মুখোমুখি হচ্ছেন।
কোম্পানি নিবন্ধন ও বাতিলের বিষয়টি নজরে এনে সরকারি সংস্থা আরজেএসসির (RJSC) তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫২টি কোম্পানি বন্ধের আবেদন জমা পড়েছে এবং ১১২টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা আর্থিকভাবে চাপে রয়েছেন। এ ছাড়া জ্বালানি সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব কোম্পানি বন্ধের প্রবণতাকে আরও বাড়িয়ে দিতে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান হ্রাস পাবে এবং অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা কোম্পানি বন্ধের কারণ বিশ্লেষণ করে কার্যকর সমাধান নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরজেএসসির সর্বশেষ তথ্য অনুসারে, জানুয়ারি পর্যন্ত দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৪১৭টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন কোম্পানির সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৬৫টি।
সূত্র: https://www.youtube.com/watch?v=CV8ALwwt3m8
সায়মা ইসলাম