ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ট্রপিক্যাল হোমস এর বর্ষপূর্তিতে ৪৫-তলা স্কাইস্ক্র্যাপার উন্মোচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ট্রপিক্যাল হোমস এর বর্ষপূর্তিতে ৪৫-তলা স্কাইস্ক্র্যাপার উন্মোচন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি ট্রপিক্যাল হোমস তাদের গৌরবময় ৩০ বছরের যাত্রা উদযাপন করেছে। এই বিশেষ অনুষ্ঠানে কোম্পানিটি বাংলাদেশের প্রথম ৪৫-তলা বাণিজ্যিক টাওয়ার টি.এ টাওয়ার এর উন্মোচন করেছে। রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার শুরু থেকে ট্রপিক্যাল হোমস মানসম্মত, টেকসই এবং আধুনিক স্থাপত্যের প্রতিশ্রুতি দিয়ে এসেছে। টি.এ টাওয়ার এর উন্মোচন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা কোম্পানির সফল যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যাংকিং সেক্টরের শীর্ষ কর্মকর্তা, কর্পোরেট ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ প্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত ক্লায়েন্ট ও ভূমি মালিকগণ এবং গণমাধ্যম কর্মীরা।

কোম্পানির চেয়ারম্যান জনাব তানভীর রেজা এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব শেখ রাবিউল হক অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন প্রকল্পসমূহ নিয়ে তাঁদের বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সরকার এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। এছাড়াও, কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টি.এ টাওয়ার হবে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে থাকছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিলাসবহুল বুটিক হোটেল, কনফারেন্স হল, কমিউনিটি হল, রেস্টরেন্ট, মসজিদ, ইনডোর গেমিং জোন, সুইমিং পুল, কফি কর্নার, সিটি ভিউ কর্নার এবং ছাদে হেলিপ্যাড।

এছাড়াও থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা জিম, স্টিম রুম, সাউনা, জাকুজি, পার্লার ও স্যালন। শিশুদের জন্য থাকছে সুসজ্জিত খেলার স্থান, ৩টি মুভি থিয়েটার এবং ভিআর রুম। নিরাপত্তার জন্য থাকবে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২৪/৭সিসিটিভি নজরদারি এবং সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম।

অনুষ্ঠানে অতিথিরা ট্রপিক্যাল হোমসের এই অর্জনকে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এক নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানের সমাপনীতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় গালা ডিনারের আয়োজন করা হয়। ট্রপিকাল হোমস ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী প্রকল্প এবং উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মুমু

×