![গার্ডিয়ান লাইফের নতুন বীমা পরিকল্পনা গার্ডিয়ান লাইফের নতুন বীমা পরিকল্পনা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13---2025-02-12T193755540-2502121338.jpg)
ছবিঃ সংগৃহীত।
দেশের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর অন্যতম গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নতুন বীমা প্ল্যান ‘নির্ভর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্ল্যানটি আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হয়।
বীমা পলিসির পুরো মেয়াদ জুড়ে যেন গ্রাহকদের প্রিমিয়াম দেয়া না লাগে; এবং এর পাশাপাশি, মেয়াদ পর্যন্ত বীমাগ্রহীতার জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে এই রেগুলার ইনকাম প্ল্যান ‘নির্ভর’ নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। এই পলিসির মূল বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করার পর গ্রাহক বাকি মেয়াদে নিয়মিত আয়ের সুবিধা পাবেন। বীমা মেয়াদ চলাকালীন পুরো সময় গ্রাহক জীবন বীমা কাভারেজের আওতায় থাকবেন। এই পলিসিতে ১০-২৫ বছরের মেয়াদে প্রিমিয়াম প্রদান করতে হবে মাত্র ৫-১০ বছর। এছাড়া, বাকি সময় জুড়ে গ্রাহক নির্ধারিত আয় ও মেয়াদ শেষে আকর্ষণীয় মুনাফার সুবিধা উপভোগ করতে পারবেন। মাত্র ১ লাখ টাকা থেকে শুরু করা যাবে এই অনন্য বীমা পলিসিটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ - এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; ও চিফ অপারেটিং অফিসার, মো. সাউদ ইমরান সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা, বীমা খাতের বিশেষজ্ঞ ও অন্যান্য অতিথিরা।
এ বিষয়ে গার্ডিয়ান লাইফের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবনী ও আধুনিক বীমা সেবা নিয়ে এসেছি। ‘নির্ভর’ এমন একটি সহজ ও নির্ভরযোগ্য বীমা প্ল্যান, যা গ্রাহকদের জীবনকে আরও বেশি নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বীমা খাতকে দেশের সব মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে মাইক্রো-ইন্স্যুরেন্স, ইন্স্যুরটেক, ব্যাংকাস্যুরেন্স সহ অন্যান্য উদ্ভাবনী বীমার ধারণা নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। ‘সবার জন্য বীমা’ এই লক্ষ্য নিয়ে কাজ করা গার্ডিয়ান লাইফ এরই মধ্যে দেশের ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষকে বীমা সুবিধার আওতায় নিয়ে এসেছে। একইসাথে, তারা ৪৫০-টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। পাশাপাশি, দেশজুড়ে সাড়ে ৪ শ’রও বেশি পার্টনার হাসপাতাল থেকে গার্ডিয়ান লাইফের গ্রাহকরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা।
ক্যাশলেস ফেসিলিটিস এর মাধ্যমে গ্রাহকরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইনের মাধ্যমে পার্টনার হাসপাতাল থেকে নিতে পারছে নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা কোন পেমেন্ট ছাড়াই।