ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা শুরু ২০ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০০:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা শুরু ২০ ফেব্রুয়ারি

টেক্সটাইল মেশিনারি মেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং-এর সহযোগিতায় ২০০৪ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) আয়োজন করে আসছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ডিটিজি-এর ১৯তম সংস্করণটি আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে।  

১,৬০০টি স্টল এবং ৩৩টি দেশের ১,১০০-এরও অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে প্রদর্শন করবে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে। মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার।

পাশাপাশি, ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি, আইসিসিবির ৩ নং হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মত এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশী-বিদেশী ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবার।

×