ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রূপালী ইনস্যুরেন্স পেল নতুন চেয়ারম্যান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রূপালী ইনস্যুরেন্স পেল নতুন চেয়ারম্যান

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১২-তম সভায় মোস্তফা কামরুস সোবহানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন।

মোস্তফা কামরুস সোবহান একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও উদ্যোক্তা। যিনি বীমা, শিক্ষা এবং বস্ত্র ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি, ২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ ও রূপালী ইন্স্যুরেন্সকে আরও অগ্রসর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শহীদ

×