![দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/f6-2502101750.jpg)
দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে
চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেশ খানিকটা কমেছে। সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল পাঁচ দশমিক ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে তা এক দশমিক ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে চার দশমিক ২২ শতাংশে। একই সঙ্গে কমেছে মাথাপিছু আয়। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৮ মার্কিন ডলার। সেই সঙ্গে কমেছে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি। সবচেয়ে বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি।
সোমবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস।
সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে।
জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৮ ডলার, যা আগে দুই হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমেছে। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৮৪ ডলার। বিবিএস প্রকাশিত প্রতিবেদনের হিসাবে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হারও কমেছে। সাময়িক হিসাবের চেয়ে কমেছে এক দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট।
মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।
বিবিএসের হিসাবে দেখা যায়, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৯৩ ডলার, যা এ যাবতকালের সর্বোচ্চ। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় দুই হাজার ৭৪৯ কোটি ডলার। গত অর্থবছরে তা আরও কমল।
মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার ১১১ টাকা ৬ পয়সা হিসাবে ধরা হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে।
তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, সেই হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন তিন লাখ চার হাজার ১০২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।
বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসাবে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে। সবচেয়ে বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৫১ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট কম।
২০২২-২৩ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৮.৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ৯.৮৬ শতাংশ। গত মে মাসে বিবিএস সাময়িকভাবে ২০২৩-২৪ অর্থবছরের যে প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে শিল্প খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬.৬৬ শতাংশ।
এদিকে কৃষি ও সেবা খাতেও প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কমেছে। চূড়ান্ত হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৩০ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩.৩৭ শতাংশ।
সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫.০৯ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.৩৭ শতাংশ। এর আগে রবিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিবিএসের চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি বেড়েছে ৪.২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এ ছাড়াও এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫.৮২ শতাংশ।