ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

চারদিনব্যাপি ১৭ তম প্লাস্টিক মেলা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

চারদিনব্যাপি ১৭ তম প্লাস্টিক মেলা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি

ছবি: জনকণ্ঠ

আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে ১৭ তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০২৫ শুরু হতে যাচ্ছে। চারদিনব্যাপি এই মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এমন তথ্য জানান  বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ।

শামীম আহমেদ বলেন, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন ও হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড  যৌথভাবে মেলার আয়োজন করছে। ১৭তম এ আয়োজনে থাকছে ৮০০টিরও বেশী স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশী ব্রান্ড অংশগ্রহন করবে। চীন, জার্মানী, ভারত, ইতালী, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানীগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।

সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে ঠিক তেমনি প্লাস্টিক দ্রব্যগুলোর গায়ে এর ক্ষতিকর দিক নিয়ে সতর্কতামূলক কোনো বার্তা দেয়া যায় কি না সাংবাদিকদের এমন প্রশ্নে বিপিজিএমইএ সভাপতি বলেন, “সিগারেট আর প্লাস্টিক এক জিনিস না। এখন প্লাস্টিক যাতে রিসাইকেল করা হয় সেজন্য সিল দেয়া থাকে। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর না, আমাদের সমস্যা ম্যানেজমেন্টে। এখন পর্যন্ত কোনো দেশ প্লাস্টিক ব্যান (নিষিদ্ধ) করার জন্য প্রস্তাব করেনি। ১৭৬ টি দেশের ৩০০০ ডেলিগেট এমন কোনো প্রস্তাব দেয়নি যে প্লাস্টিক ক্ষতিকর এমন কিছু লিখে দিতে হবে। সিগারেটের সাথে মিলিয়ে আপনি এটাকে বলতে পারবেন না প্লাস্টিক ক্ষতিকর।”

পাতলা পলিথিনের ব্যাপারে তিনি বলেন, “থিনার পলিথিন বন্ধের ব্যাপারে আমরা অনেক আগেই একমত হয়েছিলাম। সাইজও বলেছিলাম। যেহেতু এটা ব্যবসা সেটা নিয়ে অনেক সমস্যা আছে। আমরা একান্তভাবে মনে করি পাতলা পলিথিন বন্ধ করতে হবে, পরিহার করতে হবে।”

বিপিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধনশীল প্লাস্টিক ও প্যাকেজিং খাতে দ্রুতই বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। দেশীয় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়ানো এই আয়োজনের একটি প্রধান লক্ষ্য। শুধু প্রদর্শনী নয়, এই চার দিন থাকবে প্লাস্টিক খাত নিয়ে আয়োজিত সেমিনার যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, রিসাইক্লিং নতুন উদ্ভাবন, বিশ্ব বাজার ও বাংলাদেশের প্লাস্টিক খাত নিয়ে বিশদ ও তথ্যবহুল আলোচনা।

তিনি বলেন, বর্তমানে রপ্তানীতে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২তমকিন্তু প্রচ্ছন্ন রপ্তানীর (যার মধ্যে গার্মেন্টস এক্সেসরিজ উল্লেখযোগ্য) হিসাব এর সাথে যুক্ত হলে রপ্তানীতে প্লাস্টিক পণ্যের অবস্থান হবে ৬ষ্ঠ।

তিনি বলেন, প্লাস্টিক খাতের অন্যান্য সাব সেক্টর সমূহের মধ্যে প্যাকেজিং, পি.পি.ওভেন, টয়েজ, ক্রোকারিজ, ফার্ণিচার ব্যাগ, গৃহস্থালির আইটেম প্রভৃতি উল্লেখযোগ্য। প্লাস্টিকের খেলনা, ওভেন ব্যাগ এবং ক্রোকারিজ আইটেম এর ব্যাপক রপ্তানী সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে উন্নতমানের খেলনা আইটেম তৈরি হচ্ছে। দেশে ইতোমধ্যে পি.পি.ওভেন খাতে ৭০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিনিয়োগ হয়েছে প্রায় ৪০০০ কোটি টাকার উপরে কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ মানুষের। অত্র ওভেন খাত ইতোমধ্যে বিদেশে পণ্য রপ্তানী করছে। প্লাস্টিক খেলনা আইটেম বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে। এখাতের সম্ভাবনাও ব্যাপক।

তিনি আরও বলেন, প্লাস্টিক পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ সহ সমগ্র ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, ভারত, নেপাল সহ ১২৬টি দেশে রপ্তানী হয়ে আসছে। প্লাস্টিক খাতের প্রবৃদ্ধি ২০% হারে বাড়ছে।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন,  বিপিজিএমইএ সাবেক সভাপতি জনাব এ এস এম কামাল উদ্দিন, বিপিজিএমইএ সাবেক সভাপতি জনাব ফেরদৌস ওয়াহেদ, বিপিজিএমইএ সাবেক সভাপতি জনাব শাহেদুল ইসলাম হেলাল, বিপিজিএমইএ সিনিয়র সহ সভাপতি জনাব কে এম ইকবাল হোসেন, বিপিজিএমইএ সহ সভাপতি জনাব কাজী আনোয়ারুল হক, বিপিজিএমইএ পরিচালক জনাব এ টি এম সাঈদুর রহমান বলুবুল,  এবং ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের আইপিএফ কো-অর্গানাইজার ও ওভারসিজ ডিরেক্টর আকাই লিন।

দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১১.০০ ঘটিকা থেকে রাত ৭.০০ ঘটিকা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীটি। 

শিহাব

×