ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাজারে ভোজ্যতেলের ঘাটতি নেই, পাইপলাইনে দেড় লাখ টন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বাজারে ভোজ্যতেলের ঘাটতি নেই, পাইপলাইনে দেড় লাখ টন

ছবি: সংগৃহীত

দেশে ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সংস্থাটি বলেছে, গত দুই মাসে ভোজ্যতেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। রবিবার ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়েছে।

সভায় বর্তমানে বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কি না তা নিয়ে আলোচনা হয়কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সভাপতিত্বে বণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খানসহ দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বাজারের দোকানগুলোতে সম্প্রতি তেল সরবরাহ কম দেখা যাওয়া প্রসঙ্গে সভায় কমিশন থেকে বলা হয়, যেটি হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্টতাই পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কি না-তা প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোক্তা সাধারণের স্বার্থরক্ষায় উৎপাদন ও বিপণনের সব পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সভায় বর্তমানে বাজারে ভোজ্যতেলের পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে পাইপলাইনে বেশ কিছু ভোজ্যতেলভর্তি জাহাজ চট্টগ্রামের বন্দরে নোঙ্গর করার অপেক্ষায় আছে। এগুলো অচিরেই স্থানীয় সরবরাহের সঙ্গে যুক্ত হবে। পাইপলাইনে থাকা ভোজ্যতেলের পরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টন।

আমদানি পরিস্থিতি স্থানীয় বাজারেও এর সরবরাহ ও দামের ক্ষেত্রে স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় বিধায় সভায় সিদ্ধান্ত হয়, ভোক্তাসাধারণের স্বার্থ রক্ষায় উৎপাদন ও বিপনণের সকল পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শিহাব

×