ছবি সংগৃহীত
অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলনের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়ম ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট গতকাল (৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পাঁচটি লেনদেনের পর অতিরিক্ত লেনদেনে গ্রাহককে সর্বোচ্চ ৩০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। প্রথম পাঁচটি লেনদেনে সর্বোচ্চ ১৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ব্যাংক হিসাবের সংক্ষিপ্ত বিবরণী নিতে গ্রাহককে দিতে হবে ৫ টাকা। একই চার্জ খুদে বিবরণীর ক্ষেত্রেও প্রযোজ্য। তহবিল স্থানান্তরের জন্য লেনদেনপ্রতি ১০ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়েছে। পিওএস মেশিনে নগদ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ টাকা চার্জ দিতে হবে।
এছাড়া, কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে ২০ টাকা এবং এর বেশি লেনদেনে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে লেনদেনপ্রতি ১০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমএফএস বা মোবাইল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে লেনদেনপ্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ আদায় করা যাবে।
আশিক