ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

জাপানের বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা

প্রকাশিত: ২১:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

জাপানের বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সহযোগিতায় এক মতবিনিময় সভার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। ‘ফোরজিং আ শেয়ার্ড ফিউচার’ শীর্ষক এ সভাটি রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়। এতে দেশে বিনিয়োগের পরিবেশ, দ্বিপক্ষীয় বাণিজ্য অগ্রগতি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদে, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ইউজি আন্দো, জেবিসিসিআইয়ের সভাপতি তারেক রাফি ভূঁইয়া প্রমুখ।

×