পর্যটন নগরী কক্সবাজারে আরও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। কলাতলী এই ব্রাঞ্চটি কক্সবাজার শহরে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় ব্রাঞ্চ। কক্সবাজার শহরে দুটি ব্রাঞ্চ চালু হওয়ার ফলে গ্রাহকরা এখন আরও বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। দেশী ও বিদেশী পর্যটক এবং ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে রয়েছে কক্সবাজার। এর শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজে ১ লাখ ৭০ হাজার পর্যটকের জন্য রাত্রীযাপনের ব্যবস্থা রয়েছে।