ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ক্রমশ অবনতি হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিস্থিতির ॥ ঢাকা চেম্বার

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ক্রমশ অবনতি হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিস্থিতির ॥ ঢাকা চেম্বার

এলসি সমন্বয়ের দূীর্ঘসূত্রতা, ডলারের মূল্যের অস্থিরতা, ব্যাংক ঋণে সুদের উচ্চ হার, ভ্যাট প্রদানে হয়রানি, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়ার জটিলতা ও উচ্চ ফি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অসহনীয় যানজটের কারণে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। বৃহস্পতিবার গুলশান অঞ্চলের তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ‘আয়কর, ভ্যাট, শুল্ক, যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় এমনটা জানান ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতে দেশের সামগ্রিক আর্থিকখাতে স্থিতিশীলতা আনতে সরকারি-বেসরকারিখাতের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-এফইপিডি) মো: সাইয়েদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মো: তারেক মাহমুদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে প্রতিযোগীতায় টিকে থাকতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের ক্রমশই কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সেই সাথে কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা ব্যবসায়ীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষকরে, কর ও ভ্যাটের নিয়মিত পরিবর্তন, অগ্রিম আয়কর ও নিয়ন্ত্রণমূলক শুল্কের অতিরিক্ত বোঝা, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতার কারণে দেশের বেসরকারিখাতের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।

×