ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। 

 

বুধবার  (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দু'জন সহকারী মুখপাত্র কাজ করবেন। তারা হলেন- ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।

 

আরিফ হোসেন, রাজধানীর মোহাম্মদপুর সরকারি হাই স্কুল থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপরে 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। একই গ্রুপ থেকে ফাস্ট ক্লাস ফাস্ট হন। ঢাকা ক্যাম্পাসের নিউ পোর্ট বিশ্ববিদ্যালয় থেকে  ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফাইন্যান্স বিষয়ে এমবিয়ে শেষ করেন। 

এছাড়া অফিসের বিভিন্ন কাজে তিনি জার্মান, বেলারুশ, পোল্যান্ড,থাইল্যান্ড ও মালেশিয়া সফর করেন।

 

সাবেক মুখপাত্র হুসনে আরা শিখা এখন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী হুসনে আরা শিখাকে দায়িত্ব দেয়া হয়।

তাবিব

×