![ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে কর অব্যাহতি এনবিআরের ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে কর অব্যাহতি এনবিআরের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১০-6-2502050705.jpg)
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকগণের অনুকূলে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর আয়কর বিভাগ এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।
এতে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে আরোপনীয় কর অব্যাহতি প্রদান করা হয়েছে।
শিহাব