অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
ভ্যাটের চেয়ে বেশি হারে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী বাজেটে ভ্যাটের বিষয়টি সংশোধন করা হবে আর তখই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়া হবে। এবার ভ্যাট বৃদ্ধির মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ভ্যাট ছাড় থেকে বেরিয়ে আসতে হবে।
অনেক খাতেই অনেক দিন ধরে ভ্যাট ছাড় চলছে, এসব তিনি আর উৎসাহিত করতে চান না। মূল্যস্ফীতির প্রভাব কমতে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আগামী জুন মাস নাগাদ মূল্যস্ফীতি ৬-৭ শতাংশের ঘরে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনা, সার সংরক্ষণে বাফার গুদাম নির্মাণ, সার আমদানি, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার-নলকূপ স্থাপনের ব্যয় বাড়ানো, ৮৮৮ কোটি টাকার সার-ফসফরিক অ্যাসিড কেনা এবং শাবিপ্রবির উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেছেন, বাড়তি মূল্যস্ফীতিতে মানুষ সমস্যায় রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তা কমাতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রভাবে মূল্যস্ফীতি কমতে আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে। সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকার আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও কিছু পদক্ষেপ নেবে।
শেয়ারবাজার সম্পর্কে তিনি বলেন, যে কোনো সূচক যখন উঠতে শুরু করে, তখন বিপর্যয় ছাড়া তা সাধারণত মাথা নোয়াতে চায় না। শেয়ারবাজার হঠাৎ করে উঠে আবার পড়ে যেতে পারে, কিন্তু মূল্যস্ফীতির গতিপথ ভিন্ন। বাস্তবতা হলো, টাকার সরবরাহ বেশি ছিল, মানুষের হাতে টাকাও বেশি ছিল, সরবরাহ ব্যবস্থায় সমস্যা ছিল-এসব কারণে মূল্যস্ফীতি বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৯৭ কেটি ৯২ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা। দেশের বিভিন্ন স্থানে সার সংরক্ষণের জন্য বাফার গুদাম, শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল ব্রিজ ও বাকেরগঞ্জ উপজেলার পারু নদীর ওপর ৬৭৮ দশমিক ৪০ মিটার সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৬৪০ কোটি ৩৬ লাখ ২২ হাজার ২৫৪ টাকা ব্যয়ে সার সংরক্ষণ গুদাম এবং ব্রিজ দুটি নির্মাণের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও নলকূপ স্থাপনের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটির ব্যয় ৭৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৮ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে পৃথক পাঁচ চুক্তির আওতায় এক লাখ টন বিভিন্ন ধরনের সার কিনবে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সার উৎপাদনে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ফসফিক অ্যাসিড আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৮৮৮ কোটি ১৯ লাখ ৯৩ হাজার কোটি টাকা।
এ ছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প দুটিতে মোট ব্যয় হবে ২৫৩ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৮৫৬ টাকা।