ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সোনালী ব্যাংক এমডি শওকত আলী খান

সেবা প্রদানে সোনালী হবে দেশসেরা, চালু হবে সেরা কর্মী পুরস্কার

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সেবা প্রদানে সোনালী হবে দেশসেরা, চালু হবে সেরা কর্মী পুরস্কার

ছবি: সংগৃহীত

সেবা প্রদানের ক্ষেত্রে সোনালী ব্যাংককে অবশ্যই সেরা হতে হবে। দেশের সব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের সেবার মান হবে এক নম্বর। সোনালী ব্যাংক পিএলসির বিদ্যমান ব্যাংকিংসেবার মান উন্নয়ন প্রসঙ্গে একথা বলেন ব্যাংকটির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

২০২৫ সালের জন্য ঘোষিত বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
 
কর্মসূচির অংশ হিসেবে সকল সূচকে আরো অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে আজ ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত ১০০ দিনে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ পূরণের নির্দেশনা দিয়ে সকল কর্মীদের প্রতি তা বাস্তবায়নের আহ্বান জানান শওকত আলী খান।
 
তিনি বলেন, ১০০ দিনের কর্মসূচির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কর্মীদের অবদান মূল্যায়ন করা হবে। এজন্য প্রিন্সিপাল অফিস, জেনারেল ম্যানেজার’স অফিস পর্যায়ে এবং সারাদেশ থেকে ভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেরা কর্মী পুরস্কার প্রদান করা হবে।
 
তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে ব্যাংকের রেমিট্যান্স আহরণ ও আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি পাবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ অন্যান্য সূচকে আরো অগ্রগতি লাভ করবে ব্যাংক। সেবা প্রদানের ক্ষেত্রে হবে দেশের সেরা।
 
ব্যাংকের পদোন্নতি বিষয়ে তিনি বলেন, অর্গানোগ্রাম নিয়ে কাজ চলছে। গত বছরের মতো চলতি বছরেও বঞ্চিত কর্মকর্তারাসহ যোগ্যরা সকলেই পদোন্নতি পাবেন।
 
তিনি জানান, এখন হতে বছরের শুরুতেই যোগ্য ম্যানেজার পদায়নের জন্য ফিট লিস্ট করা হবে। সেখান হতে ম্যানেজার নিয়োগ দেয়া হবে। ম্যানেজারদের কর্মদক্ষতার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে। এছাড়া ১০০ দিনের কর্মসূচিতে কর্মীদের অবদানের মূল্যায়ন করা হবে। পদোন্নতির ক্ষেত্রেও এই কর্মসূচিতে কর্মীদের অবদান বিবেচনা করা হবে।
 
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সকল জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন।

শিহাব

×