ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বাঁচাতে চায় বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১৪:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বাঁচাতে চায় বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত বড় ঋণগ্রহীতার প্রতিষ্ঠানগুলো বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকারদের নিয়ে গঠন করা হয়েছে নীতি সহায়তা কমিটি। যারা ৫০ কোটি ও তার বেশি টাকা ঋণ নিয়ে একদিকে ইচ্ছাকৃত অন্যদিকে নিয়ন্ত্রণ বহির্ভূতভাবে খেলাপি হয়েছেন তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে। যদিও আগের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসায়িদের আবারো নীতি সহায়তা দেয়ার বিরোধী অনেক বিশেষজ্ঞরা।

বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে (কভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট) সৃষ্ট অভিঘাত মোকাবেলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি-সহায়তা দিতে সুপারিশ করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণগ্রহীতা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও উক্ত প্রতিষ্ঠানকে নীতি-সহায়তার মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না তা যাছাই-বাছাইপূর্বক কমিটি সুপারিশ করবে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন। কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তদূর্ধ্ব অঙ্কে যেসব ঋণনিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে, ঋণগুলো অন্তর্ভুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আর শিখা জানান, পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) মেজবাহ-উল-হক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, অর্থনীতিবিদ মামুন রশীদ, হক বে থেকে বাণিজ্য প্রতিনিধি আবদুল হক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সৈয়দ শাহরিয়ার আহসান।

কাজটি শেষ করার ক্ষেত্রে কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরো বলেন, মাসে সর্বোচ্চ দুইবার বৈঠকের জন্য তাদের পারিতোষিক দেওয়া হবে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=WFbNA8Nemps

শিহাব

×