ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে লোকসানি বিনিয়োগকারীদের পাশে রাজনীতিবীদরা

অর্থনৈ‌তিক রিপোর্টার ।।

প্রকাশিত: ১১:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ারবাজারে লোকসানি বিনিয়োগকারীদের পাশে রাজনীতিবীদরা

সংগৃহীত

পুঁজিবাজারের দীর্ঘদিন যাবৎ চলমান অস্থিরতায় লে‌াকসানী বিনিয়োগকারীদের পক্ষে আজ মহাসমাবেশ করবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। দুপুর ২টায় রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশে বিনিয়োগকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে অংশ নেবেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আয়োজকদের বরাতে এমনটাই জানা গেছে।

সংগঠনটির একাধিক সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আজকের মহাসমাবেশে অংশগ্রহন করে বক্তব্য রাখবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। সমাবেশকে সফল করতে দেশব্যাপী সকল বিনিয়োকারীদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে রাজনৈতিক নেতারা শেয়ারবাজারের দুরাবস্থা, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ প্রদান এবং পুঁজিবাজার নিয়ে সরকারের অবহেলার বিষয়টি তাদের বক্তব্যে তুলে ধরতে পারেন।

আফরোজা

×