ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমায় নি ভারত

প্রকাশিত: ১৫:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমায় নি ভারত

ভারতের কেন্দ্রীয় বাজেটে বড় পরিমাণ অর্থের বরাদ্দ পেল বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী, গেল বছর বিগত সরকারের আমলে বাংলদেশের জন্যে ভারত যত অর্থ বরাদ্দ করেছিল, এবারও ঢাকার জন্যে ততটাই অর্থ বরাদ্দ করেছে দিল্লি।

এবারের বাজেটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ২০,৫১৬ কোটি টাকা। এর আগে গত অর্থবর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যে সংশোধিত বাজেটের বরাদ্দ থেকে এই পরিমাণ কম। আগের বছর সব মিলিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যে বরাদ্দ করা হয়েছিল ২৫,২৭৭ কোটি টাকা। এদিকে রিপোর্ট অনুযায়ী, গত বাজেটে বাংলাদেশের জন্যে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে। আর এবার নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্যে ১২০ কোটি টাকাই বরাদ্দ রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা বেশ তৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের জন্যে বাজেটে আগের মতো বরাদ্দ রেখে দিল্লি বুঝিয়ে দিতে চায়, এখনও বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্কই চায়। 

এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে ভুটানের জন্য সর্বোচ্চ আর্থিক অনুদান বরাদ্দ রেখেছে ভারত। বরাবরই ভারতের বিদেশি অনুদানের তালিকায় ওপরের দিকে থাকে এই ছোট্ট এই  দেশটি। এবারও এই তালিকায় শীর্ষ স্থানেই আছে ভুটান। এই বাজেটে ভুটানের জন্যে ভারত ২১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। সব মিলিয়ে আর্থিক সাহায্য খাতে বিভিন্ন দেশের জন্য এবারের কেন্দ্রীয় বাজেটে রাদ্দ করা হয়েছে ৬৭৫০ কোটি টাকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ফুয়াদ

×