ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা

শেয়ারবাজারে মূল্যসূচকের পতন

গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৮ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা বা ০.৬৪ শতাংশ।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৪ লাখ টাকার বা ১৮ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৩৪ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টির বা ২৪.৭৪ শতাংশের, কমেছে ২৭২টির বা ৬৮.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৫৬ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৪৯ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির দর বেড়েছে, ১৮৬টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

×