ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা

আর্থিক খাত সংস্কার সবচেয়ে বেশি জরুরি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৬, ২৬ জানুয়ারি ২০২৫

আর্থিক খাত সংস্কার সবচেয়ে বেশি জরুরি

.

এই মুহূর্তে দেশের আর্থিক খাতের সংস্কার সবচেয়ে বেশি জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই সংস্কারের সঙ্গে অর্থনীতির বিভিন্ন আইন ও বিধি সম্পর্কিত থাকায় এটা কঠিন বলে তিনি মনে করেন। রবিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। 
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন, বিভিন্ন খাতের সংস্কার। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার কঠিন, কারণ অনেকগুলো আইন-কানুন আছে, সেগুলো সংশোধন করতে হবে। যেসব আইন বা প্রক্রিয়া রয়েছে, সেগুলোর যথাযথ, সঠিক ও স্বচ্ছভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় কথা। এগুলো সঠিকভাবে ব্যবহার করা কঠিন কিছু নয়। সিস্টেম আছে কিন্তু এর যথাযথ ব্যবহার হচ্ছে না।
রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্য অর্থ উপদেষ্টা বলেন, অযৌক্তিক চাহিদা থাকবে না এমন নিশ্চয়তা দেয়া গেলে রাজস্ব আদায় ভালো হবে। জোর করে হাত মুচড়িয়ে টাকা-পয়সা আদায় করবেন না। পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকারের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা রাজস্ব আদায়ে সহায়তা করুন। আপনাদের আশ্বস্ত করতে চাই, চেয়ার-টেবিলের নিচে দিয়ে আপনাদের কাছে অযৌক্তিক বা বেআইনিভাবে কেউ কিছু দাবি করবে না। আপনি যে ট্যাক্স দিচ্ছেন এটা শুধু আপনার ব্যবসার জন্য নয়, শিক্ষা ও উন্নয়নে কাজে লাগছে। তিনি বলেন, এ মুহূর্তের রাজস্ব আদায় ও ব্যয় দুটোই চ্যালেঞ্জিং। আয় করে নির্বিচারে ব্যয় করব সেটা মোটেও ঠিক হবে না। যৌক্তিক ব্যয় করতে হবে।
জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের যে কষ্ট হচ্ছে তা স্বীকার করেন অর্থ উপদেষ্টা বলেন, মাঝেমধ্যে এমন আলোচনা হয় মনে হবে যে বাংলাদেশ বন্ধ হয়ে যাচ্ছে। দেশই নাই মনে হয়। এই হচ্ছে না, ওই হচ্ছে না। আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে। চালের দাম বেড়ে গেছে। এমনভাবে বলা হয় যেন চালের মণ এক হাজার টাকা কেজি হয়ে গেছে। সব জিনিসের দাম একসঙ্গে কমে গেছে তা পৃথিবীর কোথাও দেখা যায়নি। আবার সব জিনিসের দাম একেবারে বেড়ে যাবে তাও আশা করি না। তবে এটা ঠিক যে মানুষের কিছু কষ্ট হচ্ছে। অনেকের ধারণ ক্ষমতার মধ্যে অনেক জিনিস থাকছে না। তবে সরকার চেষ্টা করছে। 
এফবিসিসিআই  প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, ভ্যাট-ট্যাক্স আরোপ ব্যবসায়ীদের জন্য আতঙ্ক। যারা এটি আদায় করেন তারা অত্যন্ত কঠিন কাজটি করে থাকেন। তবে আদায়কালে ব্যবসায়ীদের ভালোভাবে বুঝিয়ে আদায় করা হলে তারা আরও বেশি দিতে উৎসাহিত হবে। 
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, কাস্টমসকে ট্রেড ফ্যাসিলেটেশনের যন্ত্র হিসাবে ব্যবহার করছি। রাজস্ব আদায় কমলেও আমাদের কাস্টমসের গুরুত্ব কমেনি। কাস্টমসের মূল উদ্দেশ্য রাজস্ব আদায় নয়। দেশীয় শিল্পকে রক্ষা করা, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাস্টমস শুল্ক ও বিধি নিষেধগুলো দেওয়া হয়।
কাস্টমসের সার্টিফিকেট অব মেরিট পেলেন ১৬ কর্মকর্তা ॥ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এনবিআর ১৬ কর্মকর্তাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এর সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া এনবিআরের ১৬ কর্মকর্তারা হলেন- কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এর কমিশনার মোহাম্মাদ লুৎফর রহমান; সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হক; খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. বশীর আহমেদ; কমলাপুর কাস্টমস হাউস আইসিডি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সফিউর রহমান; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এর যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ; চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান; ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সানজিদা শারমিন; এনবিআরের দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ; কমলাপুর কাস্টমস হাউস আইসিডির ডেপুটি কমিশনার ওমর মবিন; শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক পারভেজ আল জামান; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এর ডেপুটি কমিশনার খাদিজা পারভীন সুমী; রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান মুন্সী; সারোয়ার আলম; মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন ও মো. আতিকুল ইসলাম।
বেনাপোল প্রতিনিধি ॥ ‘কাস্টমস সেবার প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা এবং প্রগতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় বেনাপোল কাস্টমস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামান ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান। এছাড়া অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

×