ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি হলেন সায়েম টিপু

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৯, ২৬ জানুয়ারি ২০২৫

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি হলেন সায়েম টিপু

ছবি: সংগৃহীত

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি হলেন এপেক্সিয়ান (এপে.) এম সায়েম টিপু। গত শনিবার  এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৪৯তম জাতীয় সম্মেলনে জাতীয় সভাপতি হিসেবে শপথ গ্রহন করেন।  তিনি সংগঠনের ২০২৫ বর্ষের জাতীয়  কার্যক্রম পরিচালনা করবেন। 

গত শুক্র ও শনিবার রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ রোডের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অডিটরিয়ামে দুইদিন ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, তৈরী পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান।

দুই দিনব্যাপি ৪৯তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের (শুক্রবার) প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম।
সম্মেলনে ১৭ সদস্য বিশিষ্ট এপেক্স জাতীয় বোর্ডের শপথ বাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি লাইফ গভর্ণর  ও এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান  এপে.আবদুর রউফ দিলীপ। 


কমিটির অন্য সদস্যরা হলেন, জাতীয় সহসভাপতি (এনভিপি) এপে. আবু নাঈম মো. মাকসুদুর রহমান, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. শামসুন নাহার আজীজ লীনা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক(এনআরআইডি) এপে. কে এম রাশেদুজ্জামান খান, জাতীয় যুব ও নাগরিকত্ব বিষয়ক পরিচালক (এনওয়াইসিডি) এবিএম আজরাফ  টিপু , জাতীয় সেবা পরিচালক (এনএসডি) প্রবাল চৌধুরী, জাতীয়  কর্ম পরিচালক (এনএডি) এপে. মো. রফিকুল ইসলাম, জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি) এপে. শাহনাজ পারভীন সেতু।

শিহাব

×