ছবি: সংগৃহীত
আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "জোর করে রাজস্ব আদায় করা যায় না। আগামী দুই-তিন মাসের মধ্যে রাজস্ব আদায়ের প্রকৃত চিত্র পাওয়া যাবে। তার ভিত্তিতে সরকারি ব্যয় নির্ধারণ করা হবে।"
তিনি আরও বলেন, "সমালোচনা নয়, ভালো কাজের জন্য সরকারের প্রতি উৎসাহ প্রদানের প্রয়োজন রয়েছে। এতে সরকার অনুপ্রাণিত হয়।"
অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, রাজস্ব আদায় ও ব্যয়ের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় রাখা হবে। পাশাপাশি পণ্যমূল্য ও শুল্ক আরোপ নিয়ে চলমান সমালোচনারও জবাব দেন তিনি।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ব্যবসায়ীদের প্রতি আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণা না দেওয়ার আহ্বান জানান।
ঘুষের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি জানান, দাতাদের চাপের কারণে পণ্যের শুল্ক বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জানুয়ারির শেষে অনলাইনে ১৪ লাখ রিটার্ন দাখিলের প্রত্যাশার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।
আসিফ