বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে
বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে নতুন ইতিহাস সৃষ্টির কাছাকাছি দামি এই ধাতুটির দাম। এখন বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই। বিশ্ববাজারে এমন দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি।
ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের দায়িত্বশীল এক সদস্য জানান, দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম আরও প্রায় ৩০ ডলার বেড়েছে। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে দাম বাড়বে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেন। এ ছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে সোনার এত দাম বাড়েনি।
বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৫০ ডলারে ওঠে।