ছবি: সংগৃহীত
সরবারহ বাড়ায় শীতের সবজিতে স্বস্তি মিলেছে বাজারের দামে। তবে এখনও চড়া চালের দাম। ঝিনাইদহ ও বগুড়ার বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১০/২০ টাকায়।
তবে চালের দাম কমেছে ১-২ টাকা। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৭-৬৬ টাকায় আর সরু চাল বিক্রি হচ্ছে ৬৬-৭৮ টাকায়।
বাজারে এখন চালের দাম বেশ চড়া। বাজারে মিনিকেট ও সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। বর্তমানে এক কেজি মোটা চাল ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
আর মাঝারি ধরনের ব্রি-২৮ ও ব্রি-২৯ চালের দাম রাখা হচ্ছে ৬০-৬৬ টাকা। এ ছাড়া গত এক সপ্তাহে শুকনা মরিচ ও জিরার দাম কেজিতে ৫০ টাকা এবং ছোট এলাচির দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে।
ইসরাত