ছবি: সংগৃহীত
আমদানি বাড়লেও এখনো চড়া রাজধানীর চালের বাজার। তবে কিছুটা কম ব্রয়লার মুরগির দাম।
বাংলাদেশে বাজার অস্থিরতা নতুন কোন বিষয় নয়। এই নিত্য বিষয়ের মধ্যেই আবার অস্থিরতা চালের বাজারে।
তবে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কিছুটা কম। এদিকে কিছুটা স্বস্তির খবর থাকলেও, চালের বাজারে চড়া অবস্থা।
মৌসুম শেষ করে নতুন মৌসুমের পর্যাপ্ত চাল বাজারে নেই। ভারত মিয়ানমার থেকে চাল আমদানি হলেও পর্যাপ্ত সরবরাহ বাজারে নেই। যার কারণে গত কয়েক সপ্তাহে বস্তা প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা দাম বেড়েছে।
পর্যাপ্ত পরিমাণ পুরনো চাল এখনো মিলাদের কাছে মজুদ আছে, এতে নতুন করে বাজারে যে চাল স্টক আছে সেটা এখনো বাজারে ছাড়ছে না।
এতে তারা অভিযোগ করছেন সিন্ডিকেটকে। পুরনো চাল এখনো মজুদ রেখে নতুন চাল বাজারে না ছাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে।
শিলা ইসলাম