বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চায় বাপা
কৃষি প্রক্রিয়াজাত খাতে বর্ধিত মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস’ অ্যাসোসিয়েশন (বাপা)। এ সময় এনবিআর চেয়ারম্যানকে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিও প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভ্যাট ও শুল্ক বাড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাপা। এ জন্য দ্রুতই তা প্রত্যাহারে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেন। সাক্ষাৎ শেষে ব্যবসায়ীরা জানান, এনবিআর চেয়ারম্যানকে তারা বর্ধিত ভ্যাট ও শুল্ক বেড়ে যাওয়ার প্রভাব তুলে ধরেছেন এবং কিভাবে ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে সরকারের রাজস্ব বাড়ানো যায় তা তুলে ধরেছেন।
এনবিআর চেয়ারম্যান এ বিষয়ে ইতিবাচক। তারা আশা করছেন, তিনি দ্রুত খাদ্যপণ্যের ওপর আরোপিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করার উদ্যোগ নিবেন। এর পরও যদি ভ্যাট প্রত্যাহার না হয় তবে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা এনবিআর প্রধানকে সরাসরি অবগত করা হয়েছে বলে তারা জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, করোনার ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের থাবার পর দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদ হার, ঋণপত্রে জটিলতা, ডলার বাজারে অস্থিরতা এবং সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে যখন ব্যবসায়ীদের কঠিন অবস্থা সামাল দিতে হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির উদ্যোগ মোটেই বাস্তবসম্মত নয়। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষ কষ্টে আছে। তারা পণ্য কেনা কমিয়েছেন। তাই এ উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও আতঙ্কিত।
বৈঠকে এনবিআর চেয়ারম্যানকে বাপার পক্ষ থেকে জানানো হয়, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ।