ছবি: সংগৃহীত।
দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আশঙ্কাজনক হারে কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, স্থিতিশীলতা ফিরে এলে এই পরিস্থিতির উন্নতি হবে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এফডিআই এসেছে মাত্র ১০৪ মিলিয়ন ডলার, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪ সাল থেকে বাংলাদেশ ব্যাংক প্রান্তিকভিত্তিক এফডিআইয়ের হিসাব প্রকাশ করে আসছে, এবং এই বছরের প্রান্তিকটি এফডিআই প্রবাহে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) নিট এফডিআই ছিল ৩৬০ মিলিয়ন ডলার। এর তুলনায় চলতি অর্থবছরে এফডিআই প্রবাহ কমেছে ৭১ শতাংশ। এ ছাড়া, গত অর্থবছরের শেষ প্রান্তিকের তুলনায় এফডিআই কমেছে প্রায় ৬২ শতাংশ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল না। বিভিন্ন কারখানায় একাধিক বিক্ষোভের ঘটনাও ঘটেছে। ফলে এই সময়ে এফডিআই প্রবাহ বাড়ার আশা করা বাস্তবসম্মত ছিল না। তবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগ আবারও গতি ফিরে পাবে।”
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নতুন ও পুনর্বিনিয়োগ উভয়ই কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় নতুন বিনিয়োগ কমেছে ৪৬ দশমিক ৯৭ শতাংশ এবং পুনর্বিনিয়োগ কমেছে ৭৩ দশমিক ১২ শতাংশ। তবে আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ।
তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শেষ অর্থবছরেও এফডিআই প্রবাহ কমেছিল। ২০২৩-২৪ অর্থবছরে দেশে নিট এফডিআই ছিল ১.৪৭ বিলিয়ন ডলার, যা তার আগের ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮০ শতাংশ কম।
সায়মা ইসলাম