ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনে মোস্তফা আজাদ চৌধুরী বাবু সভাপতি নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২০:০৭, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:১১, ২২ জানুয়ারি ২০২৫

কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনে মোস্তফা আজাদ চৌধুরী বাবু সভাপতি নির্বাচিত

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মোস্তফা আজাদ চৌধুরী বাবু সভাপতি, ইশতিয়াক আহমেদ সহ-সভাপতি ও মোহাম্মদ ইউনুছ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৩ জন নির্বাহী সদস্য নির্বাচিত হচ্ছেন।

এরা হলেন-কাজী মো. ইদ্রিশ, মো. হাসেন আলী, মো. মোকছেদুর রহমান, মো. গোলাম সারোয়ার, মো. ফজলুর রহমান, প্রফেসর ড. হোসনে আরা বেগম, মো. তারিকুল ইসলাম খান, মো. শরিফুল ইসলাম বাবু, মো. ফরহাদ আহমেদ আকন্দ, চন্দন কুমার সাহা, সাইফুল ইসলাম শান্ত, রাজীব এইচ চৌধুরী ও মো. আরমান হোসেন।

সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-নির্বাচনে ২১ জন প্রার্থীর মধ্যে সাধারণ গ্রুপ হতে ১৬ জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এসোসিয়েট গ্রুপ থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি। বুধবার সংগঠনটির ৩৮ পুরানা পল্টনস্থ কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শিহাব

×