ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

শেয়ার কারসাজির হাতিয়ার ফাইন ফুডসের কৃত্রিম মুনাফা

অর্থনৈ‌তিক রি‌পোর্টার।।

প্রকাশিত: ১২:২৯, ২০ জানুয়ারি ২০২৫

শেয়ার কারসাজির হাতিয়ার ফাইন ফুডসের কৃত্রিম মুনাফা

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে শেয়ার কারসাজির আলোচিত কোম্পানি ফাইন ফুডস। ব্যবসায়িক পারফরমেন্স ভালো না হলেও শেয়ার দর আকাশ চুম্বি। এ কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার দর নিয়ে কারসাজির জন্য কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে আসছে। এক্ষেত্রে ব্যয় কমিয়ে মুনাফা বেশি ও সম্পদ বেশি দেখিয়ে আসছে। যা কোম্পানিটির নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

বেশ কিছুদিন ধরে স্বল্প মূলধনী ফাইন ফুডসের শেয়ার নিয়ে কারসাজি করা হচ্ছে। এর মাধ্যমে শেয়ারটিকে ২০০ টাকার উপরে তুলে আনা হয়েছে। যার সঙ্গে কোম্পানি কর্তৃপক্ষের সরাসরি যোগসাজোশ রয়েছে। তারা শেয়ারটি নিয়ে কারসাজিতে সহযোগিতা করতে কৃত্রিম আর্থিক হিসাবসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তবে সম্প্রতি উচ্চ মূল্যের শেয়ারটি থেকে বিক্রির পাঁয়তারার অংশ হিসেবে চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে অস্বাভাবিক মুনাফা দেখিয়েছে। তবে বিনিয়োগকারীরা এ ফাঁদ বুঝতে পারায় কোম্পানিটির মুনাফা ৩৭৬ শতাংশ উত্থান দেখানোর পরও গত দুইদিনে শেয়ারটির দর কমেছে ২৪.৪০ টাকা বা ১১ শতাংশ।

গত ১৫ জুন বিকেলে কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা ১.৮১ টাকা হয়েছে বলে আর্থিক হিসাব প্রকাশ করা হয়। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৮ টাকা। এতে করে মুনাফা ১.৪৩ টাকা বা ৩৭৬ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। এমন উত্থানের খবর প্রকাশের পরে ২ কার্যদিবসই শেয়ারটির দর পতন হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি ম্যাকসন্স স্পিনিং। কোম্পানিটিতে ৮ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে।

এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফাইন ফুডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৪.৭৫ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৯ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১৯৪.৮০ টাকায়।

জাফরান

×