ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চলতি বছরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১২০ কোটি ডলার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:৩১, ২০ জানুয়ারি ২০২৫

চলতি বছরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১২০ কোটি ডলার

ডলার

চলতি বছরের জানুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স এলো ১২০ কোটি ডলার।

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৮ দিনে দেশে ১২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। 

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে জানুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি নয় লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। জানুয়ারির ১৮ দিনে ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক; বেসরকারি ব্যাংক- কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংক- হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

শহীদ

×